October 29, 2025, 4:14 pm

ম্যাজিস্ট্রেট দেখে ২৫০ টাকার পেঁয়াজ ১৫০ টাকা

Reporter Name 148 View
Update : Monday, November 18, 2019

মাদারীপুরের রাজৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০ টাকার পেঁয়াজ কমে ১৫০ টাকা হয়ে যায়। এতে পেঁয়াজের বাজারে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ।

সোমবার (১৮ নভেম্বর) উপজেলার টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে। এছাড়া অভিযানের খবর ছড়িয়ে পড়লে খুচরা বাজারে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে টেকেরহাট পাইকারি বাজারে ২৩০-২৫০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল। এ সময় ইউএনও সোহানা নাসরিন সেখানে অভিযান চালিয়ে বিষয়টি সরেজমিনে দেখেন।
এদিকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁজ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এরপরই পেঁয়াজের দাম কমে ১৫০ টাকা হয়ে যায়। এছাড়া অভিযানের খবর ছড়িয়ে পড়লে খুচরা বাজারে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু হয়।

টেকেরহাটের বাসিন্দা শাহেদ হাওলাদার জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ১৫০ টাকা করে ২ কেজি পেঁয়াজ কিনেছি। বাজারে পেঁয়াজের কোনো অভাব নেই। সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর