September 12, 2025, 12:47 am

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

Reporter Name 155 View
Update : Monday, November 18, 2019

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানীর একটি কারখানায় বিমান হামলা চালিয়েছে বিদ্রোহী মিলিশিয়া বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই বাংলাদেশি।

এঘটনায় কারখানার আরও অন্তত ৩৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যেও অনেকে বাংলাদেশি রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির ওয়াদি এল রাবি এলাকায় এক বিস্কুট কারখানায় এ হামলা চালায় লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান (এলএনএ) খলিফা হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী।

রয়টার্স ও এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যম এখবর দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেতের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ‘নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুই জন লিবীয় রয়েছেন।’

এছাড়াও গণমাধ্যমগুলো একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে এম্বুলেন্সে তোলা হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর