August 5, 2025, 11:10 pm

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা!

Reporter Name 138 View
Update : Monday, November 18, 2019

দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)—এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের একটি দল এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজউক জোন (৪)-এর অনুমোদিত কর্মকর্তা মোহাম্মদ হোসেন। তিনি বলেন, রাজধানীর নিকেতনে রাজউক কর্তৃক অনুমোদিত নকশা না মেনে বাড়ি করায় তাকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানার বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর