সৌদিসহ ৫ দেশে নারীকর্মী পাঠানো বন্ধে রিট

নারীকর্মীকে নির্যাতন ও হত্যাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপাচ্যের ৫টি দেশের নারীকর্মী পাঠানো বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজারের রাজিয়া খাতুনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী জামান আক্তার বুলবুল।
রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, সৌদি আরব, জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়ায় নারী কর্মী পাঠানো বন্ধে রিট করা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকায় এলে চলতি সপ্তাহে শুনানি হতে পারে।