October 29, 2025, 4:19 pm

খুলনায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

Reporter Name 149 View
Update : Wednesday, November 20, 2019

খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, জেলার অভ্যন্তরীণ রুটে আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু করেছে।

এর আগে ডিসি হেলাল হোসেনের সভাপতিত্বে খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষের আলোচনা শেষে পরিবহন মালিক-শ্রমিক নেতারা চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- খুলনার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “নতুন সড়ক আইনের কিছু ধারায় মালিক ও চালকদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এ কারণে চালক ও মালিকরা ভয়ে গাড়ি বের করছেন না।”

এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিন নতুন সড়ক আইন বাস্তবায়নে কিছুটা শিথিলতার আশ্বাস দেয়ায় চালক ও মালিকদের গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন নেতারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর