December 23, 2025, 9:17 am

দুর্নীতির টাকায় জৌলুস বাড়লেও সম্মান মেলেনা: প্রধানমন্ত্রী

Reporter Name 171 View
Update : Saturday, November 23, 2019

দুর্নীতির টাকায় জৌলুস-চাকচিক্য পেলেও সম্মান পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতির টাকা দিয়ে হয়তো জৌলুস বাড়াতে পারেন, চাকচিক্য বাড়তে পারে; আন্তর্জাতিক বড় বড় ব্রান্ডের জিনিস পরতে পারেন। কিন্তু তাতে সম্মান মেলেনা।

শনিবার (২৩ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। কতোটুকু মানুষের জন্য করতে পারলাম সেটাই হবে একজন রাজনীতিবিদের আসল চিন্তা। যুব সমাজকে আমরা সেভাবেই গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে যুবকদের দূরে থাকতে হবে। নিজের কথা বাদ দিয়ে মানুষের জন্য যারা চিন্তা করে তারাই রাজনীতিতে সফল হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দুর্নীতি করে টাকা বানাতে পারেন, চাঁদাবাজী সন্ত্রাসী করে অনেক টাকার পাহাড় গড়তে পারেন। এতে হয়তো জৌলুস, চাকচিক্য বাড়াতে পারেন। কিন্তু ভোগের মধ্যদিয়ে আত্মতুষ্টি পাওয়া যায় না। এভাবে মানুষের মন জয় করা সম্ভব নয়।

এ সময় বিএনপির সাজাপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন। আজ বিএনপি নেতারা তাকে তুলনা করেন নেলসেল মেন্ডেলার সঙ্গে। এতে আমি মনে করি নেলসেন মেন্ডেলাকে অপমান করা হচ্ছে। কারণ নেলসেল মেন্ডেলা তার জাতির স্বাধীনতার সংগ্রাম করে কারাগারে ছিলেন দুর্নীতি করে কারাগারে যান নাই।

সরকার প্রধান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাম মাধ্যমে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। দুর্নীতিই ছিলো যাদের নীতি। যার ছেলে দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় ষড়যন্ত্রকারী এবং মানিলন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার তুলনা এমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তির সঙ্গে কারা করে এটাই আমার প্রশ্ন।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যুবলীগের যেন বদনাম না হয়। যুবলীগে যারাই নেতৃত্বে আসুক না কেন তারা যেন আদর্শ নিয়ে চলেন। দুনীতি যেই করুক তাকে আইনের আওতায় আনা এবং চলমান শুদ্ধি অভিযান চলিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে যুবনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর