খুলনায় পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে কর্মসূচি

জাতীয় মজুরী কমিশন ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিক নেতারা সাতদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলে গেট সভা ও বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সড়কে ভুখা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরণ অনশন। এ আন্দোলন ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সমাবেশ চলাকালে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদেও যুগ্ম আহবায়ক মো. মুরাদ হোসেন, প্ল্যাটিনাম মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, সংগঠনের নেতা হুমায়ন কবির খান, দ্বীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর