October 7, 2025, 9:39 am

খালাস পাওয়া মিজানের বিরুদ্ধে আপিল করা হবে: আইজিপি

Reporter Name 173 View
Update : Wednesday, November 27, 2019

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলা ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আদালত যে রায় দিয়েছেন, যে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট। আদালত একজনকে খালাস দিয়েছেন। যিনি খালাস পেয়েছেন তার বিষয়ে আমরা আপিল করবো।’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।

আইজিপি বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, যে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট। তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে যে তদন্ত কার্যক্রম চালিয়েছেন, রায়ে আমরা সে ফল পেয়েছি। তবে যে একজন খালাস পেয়েছেন, আদালতের রায় পর্যবেক্ষণ করে এর বিরুদ্ধে আপিল করা হবে।’

এসময় এসএ গেমসের জন্য জাতীয় কাবাডি পুরুষ ও নারী দলের নাম ঘোষণা করেন জাতীয় কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন।

গত ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশি-বিদেশি ২০ জন নাগরিককে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মারা যান। একপর্যায়ে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ছাড়া ওই ঘটনার সময় রেস্তোরাঁর একজন শেফ মারা যান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর