October 29, 2025, 6:25 am

নরসিংদীতে ১১ দফা দাবীতে পাটকল শ্রমিকদের প্রতীকি অনশন

Reporter Name 143 View
Update : Wednesday, November 27, 2019

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে প্রতীকি অনশন করছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই প্রতীকি অনশন। ইউএমসি জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দদের আয়োজনে এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ঘরে চাল নেই, পেটে ভাত নেই। ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশু সন্তান ও সহর্ধীনিরাও আমাদের সাথে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে। আগামী ৯ডিসেম্বরের মধ্যে দীর্ঘদিনের বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবী পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। আগামী ৯ডিসেম্বরের মধ্যে দাবী না মানলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর