November 17, 2025, 10:43 am

নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, নিহত ১৭

Reporter Name 197 View
Update : Thursday, November 28, 2019

পশ্চিম নেপালের একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৮ জন নারী। বুধবার (২৭ নভেম্বর) রাতে নেপালের পাহাড়ি এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

নেপাল পুলিশ সূত্রে খবর, বাসটি নেপালের রুপানদেহি জেলার বুটাওয়াল শহরে যাচ্ছিল। যাত্রাপথে আরঘাখাছি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। কাঠমান্ডুর ৫৫০ কিলোমিটার পশ্চিমে, সান্ধিখারকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই ৮ নারীসহ ১৭ জন মারা যায়। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী আহতদের বুটাওয়াল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় এখনও জানা যায়নি।বাসটি দুর্ঘটনার কারণও জানা যায়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর