August 28, 2025, 3:50 am

হঠাৎ উত্তরায় প্রাইভেটকারে আগুন

Reporter Name 131 View
Update : Thursday, November 28, 2019

রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিংহ প্রধান সড়কের উপর একটি প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে। (ঢাকা মেট্রো গ-১১-০৫৫৫)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রাইভেটকারটির ব্যাটারিতে শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। পরে উত্তরার ফায়াস সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হন। তবে গাড়িটি সম্পূর্ণ আগুনে ভষ্মিভূত হয়ে গেছে।

সিএনজি চালিত প্রাইভেটকারটির পেছনে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ফায়র সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পাশের নর্থ টাওয়ার, এস আর টাওয়ার ও বিজিএমইএ ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার সময়ে প্রইভেট কারটি ঢাকার দিক থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির সামনে কালো ধোয়া দেখে চালক গাড়িটি রাস্তার মাঝখানেই থামান। অল্প সময়ের মধ্যেই পুড়ো গাড়িতে আগুন ধরে যান। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বন্ধ হয়ে যায় ঐ রাস্তায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। গাড়িতে কাউকে পাইনি।

উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম জানান, পুরে যাওয়া গাড়ির নম্বর পাওয়া গেছে। আমরা এখন গাড়ির মালিক ও চালককে খুঁজে পাব সহজেই। আগুন লাগার কারণও জানতে পারবো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর