October 29, 2025, 6:30 am

আগের দিন গ্রেফতার, পরের দিন ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত

Reporter Name 142 View
Update : Tuesday, December 3, 2019

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরে গ্রেফতারের একদিন পর কথিত বন্দুকযুদ্ধে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী।

নিহত আলী হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে ইসলামপুরের কুটিলার চরে পুলিশের সঙ্গে আলীর সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

ওসি জানান, সোমবার সন্ধ্যায় ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ডাকাতকে যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে গ্রেফতার করে পুলিশ।

তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন আলী।

আহত অবস্থায় আলীকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর