October 28, 2025, 12:55 pm

প্রয়োজন ২ কোটি, সংগ্রহ হয়েছে মাত্র ৫০ লাখ

Reporter Name 176 View
Update : Tuesday, December 3, 2019

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তাকে এখন পর্যন্ত ৩টি সাইকেলে ও ১২টি কেমোথেরাপি দেয়া হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে কেমোথেরাপির পরবর্তী ধাপ, আরো ১২টি কেমোথেরাপি দেওয়া হবে তাকে।

কিন্তু তার এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন। এরই মধ্যে ৫০ লাখ টাকা পাওয়া গেছে।

এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছিলেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে। এন্ড্রু কিশোরের সাহায্যার্থে অনলাইনে [www.gofundme.com] একটি ইভেন্ট খুলেছে প্রবাসী সানি মনোয়ার। তাদের লক্ষ্য এন্ড্রু কিশোরের সাহায্যার্থে মোট ২৫ হাজার ডলার তুলে দেওয়া।

এন্ড্রু কিশোর বললেন, ‘এমনটি আমি চাইনি। বাধ্য হয়ে এটি খুলতে হয়েছে। আর পারছি না।’

এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেক তারকা ও শুভাকাঙ্ক্ষীরা

জানা গেছে, এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধান করছেন মোমিন বিশ্বাস। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়া তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠান আয়োজন করেছে শোটাইম মিউজিক।’

জানা গেছে, বেবি নাজনীন, বাপ্পা মজুমদার ও সামিনা চৌধুরীসহ আরও অনেকে এই অনুষ্ঠানে গান করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর