বাবরি মসজিদের জায়গা ফেরত চায় মুসলিমরা, রিভিউ পিটিশন দাখিল

বহুল আলোচিত ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের পক্ষে গিয়েছে। ফলে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করতে আইনগত আর কোনও বাধা নেই। আর বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের দেয়া হবে বিকল্প কোনও স্থান।
তবে আদালতের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে পারছে ভারতের মুসলিমরা। এরই ধারাবাহিকায় ভারতের সর্বোচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার রিভিউ পিটিশন দাখিল করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সুপ্রিম কোর্টের রায় ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
এদিকে ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চের রায় মেনে নিয়েছে ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড বা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। তবে শুরু থেকে রায়ের বিরোধিতা করছে জমিয়তে উলামায়ে হিন্দ।
এদিকে ঘোষিত রায়কে চ্যালেঞ্জ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও আগামী ৯ ডিসেম্বর একটি রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানা গেছে।
এর আগে গেল ৯ নভেম্বর বহুল আলোচিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়ে বাবরি মসজিদের ২ দশমিক ৭৭ একর বিরোধপূর্ণ জমিতে রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠনের নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রায়ে বাবরি মসজিদ নির্মাণের জন্য শহরের সুবিধাজনক ও বিকল্প স্থানে ৫ একর জমি বরাদ্দ দেয়ার নির্দেশ দেয়া হয়।