August 6, 2025, 4:25 am

ভুল হলে শুধরে দিন, আমাকে নিয়ে পলিটিকস করবেন না: মাশরাফি

Reporter Name 259 View
Update : Tuesday, December 3, 2019

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘যেকোনোভাবে মাদক-দুর্নীতি নির্মূল করতে হবে। মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন, দলে গ্রুপিং করবেন না। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাকে নিয়ে পলিটিকস করবেন না।’

সোমবার রাতে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, ‘আমি কারও সমালোচনা করি না।, সবাইকে সম্মান করি, সমান চোখে দেখি। আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। আমি অনেকেরই সন্তানতুল্য। আমার ভুল হলে সরাসরি বলবেন, শুধরে দেবেন।’

তিনি বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য ইউনিয়নভিত্তিক চাহিদার তালিকা আমাকে দিন। আগামী দিন বছরের মধ্যে আমি এই এলাকার পরিবর্তন করতে পারবো।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমানের সঞ্চালনায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর