August 28, 2025, 3:43 am

শাহজালালে সোয়া ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

Reporter Name 139 View
Update : Tuesday, December 3, 2019

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনাসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সোনাসহ দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ওই যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম হিমেল খান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা। ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়।

এর পর চ্যালেঞ্জ করে তার পিঠে থাকা ব্যাগে তল্লাশির চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৭২ পিস সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর