August 5, 2025, 11:01 pm

শাওন-তাহসানের বিয়ে! ভাইরাল করলেন শাওন নিজেই

Reporter Name 149 View
Update : Sunday, December 8, 2019

শিরোনামটা দেখে অনেকেই বিস্মিত হবেন অনেকে আবার বিরক্ত হবেন। যেমনটা খেয়েছিলেন মেহের আফরোজ শাওন। মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই এমন গুজব উঠেছে বিয়ে করেছেন তাহসান-শাওন। তাও ভুঁইফোঁড় কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

তবে এমন গুজব ছড়ানো ভিডিউটির একটি স্ক্রিনশট দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জানিয়েছেন শাওন নিজেই, মূলত সেখান থেকেই ভাইরাল হয়েছে ভিডিউটি। পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-

গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!

ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…
অবশেষে!!!


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর