August 6, 2025, 1:10 am

পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান বিএনপি’র

Reporter Name 250 View
Update : Wednesday, December 11, 2019

মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে অনশনরত রাষ্টায়ত্ত পাটকল শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ আহবান জানান।

রিজভী বলেন, ‘পাটের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের পাওনা বকেয়া রয়েছে। সিবিএ নন-সিবিএ শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছেন না কয়েক মাস ধরে। এর আগেও তারা আন্দোলন করেছেন। এবার তারা আমরণ অনশন করছেন। তাদের দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।অবিলম্বে তাদের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর