বিপিএলে পারিশ্রমিক বৈষম্যে ক্ষোভ মুশফিকের

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কম শুরু থেকেই। তখন থেকেই পারিশ্রমিক বৈষম্য প্রতিবাদ করে আসছেনমি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এবারও বিপিএল শুরুর ঠিক ঘন্টা দেড়েক আগে আবার দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন তিনি।
বললেন, ‘স্থানীয় ক্রিকেটাররা যেমন পারিশ্রমিক প্রত্যাশা করেন বা তাদের যা পাওয়া উচিৎ তারা তা পান না। তাই মুখে এমন কথা, ‘আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না।’
এবার সঠিক সময়ে পারিশ্রমিক পেতে দেরি হয়নি জানিয়ে খুলনা টাইগার্স ক্যাপ্টেন মুশফিক বলেন, ‘এবার তো অনেক তাড়াতাড়ি পারিশ্রমিক হয়েছে, সৌভাগ্যবশত। এবার খেলাটা হচ্ছে সেটাই অনেক। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা সেভাবে আশ্বস্ত করেছেন। নেক্সট থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাবো বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের বেতন ভাতা কম। তারা কম পারিশ্রমিকে খেলেন। আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি-টোয়েন্টি খেলে। এটা আমাদের জন্য বৈষম্যপূর্ণ।’
বিশ্বের সব লিগে স্থানীয় ক্রিকেটাররা বেশি পারিশ্রমিক পান জানিয়ে মুশফিক বলে ওঠেন, ‘বিদেশে লোকাল খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান। আমাদের এখানে তা হয় না। একইসঙ্গে নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে। আমি আশা করবো আমরাও যাতে এবার ভাল খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি দল পাবেন তা না। এ বছর দেখেন অনেক ভাল ভাল খেলোয়াড়ও দল পায়নি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত। এ বছরের বিপিএলটা সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, আমার জন্যও চ্যালেঞ্জিং।’