December 23, 2025, 11:05 am

সরানো হবে মহাখালী বাস টার্মিনাল

Reporter Name 176 View
Update : Wednesday, December 11, 2019

মহাখালী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনভাবেই ঢাকার ভেতরে আন্তঃজেলা বাস চলাচল করতে পারেনা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনালে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে আন্তঃজেলা বাস চলাচলে অতিরিক্ত যানজট তৈরি হয়। মানুষের ভোগান্তি বাড়ে। এছাড়া মূল সড়কে বাস পার্কিং করায় যানজট আরও বেড়ে যায়। মহাখালী বাস টার্মিনালের সামনের প্রধান সড়কে কোনও বাস দাঁড় না করাতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

উত্তরের মেয়র বলেন, পাঠ্যপুস্তকে নিরাপদ সড়ক, ট্রাফিক আইন ইত্যাদি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা ফেরাতে পারলে আমাদের জিডিপ ও অন্যান্য অর্থনৈতিক সূচক বেড়ে যাবে।

আন্তঃজেলা বাসের জন্য নতুন টার্মিনাল নির্মাণে সিটি করপোরেশন সহায়তা করবে বলে জানান মেয়র। তিনি বলেন, শহরের মাঝখানে আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন ভুল সিদ্ধান্ত ছিল। সিটি করপোরেশন থেকে টার্মিনালের জন্য নতুন জায়গার সন্ধান করা হবে। আপনারাও (মালিক) খুঁজুন। কোথাও পেলে আমাকে জানালে, আমি আপনাদের সঙ্গে দেখতে যাব।

মতবিনিময় সভায় সভপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেন, শফিউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর