October 29, 2025, 6:27 am

কৃষকের নামে গুদামে ধান দিচ্ছিলেন আ. লীগ নেতা

Reporter Name 140 View
Update : Thursday, December 19, 2019

চাষির নামে সরকারি গুদামে ধান সরবরাহ করছিলেন আওয়ামী লীগের নেতাসহ দালালেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গুদামে চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাষি সেজে ধান বিক্রির সময় হাতেনাতে আটক হন আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন।

একজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০টির বেশি কৃষি কার্ড। আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। কাহালু উপজেলা খাদ্যগুদামে গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কাহালুর ইউএনও মো. মাসুদুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সাঁকোহালি গ্রামের বাসিন্দা ও কাহালু সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দোহা খান (এক মাস), লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেন (১৫ দিন) এবং দলগাড়া গ্রামের রবিউল ইসলাম (দুই মাস)।

ইউএনও মাসুদুর রহমান বলেন, সরকারি গুদামে ধান সরবরাহ করার কথা কৃষি কার্ডধারী চাষির। কিন্তু ওই তিন ব্যক্তি চাষির কাছ থেকে কৃষি কার্ড নিয়ে নিজেরা আর্থিক লাভবান হতে সরকারি গুদামে ধান সরবরাহের বাণিজ্যে নেমেছিলেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
-প্রথম আলো


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর