August 6, 2025, 1:08 am

ক্ষমতায় টিকে থাকার লোভে নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বর্তমান সরকার- বিএনপি মহাসচিব

Reporter Name 273 View
Update : Thursday, December 19, 2019

নরসিংদী: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকার লোভে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বর্তমান সরকার। নিজ দেশের সমস্যা সমাধান না করে অন্যের স্বার্থ দেখছেন তারা। মুখেই সুধু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বলে অথচ নিজেদের মধ্যেই মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাচ্ছে। বিএনপি জন্মলগ্ন থেকেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল তাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে লড়াই করে যাচ্ছেন দাবী করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায়ত খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোমেন খান স্মৃতি পরিষদ কর্তৃক স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভার সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। এসময় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর