August 6, 2025, 8:26 am

মেয়র ও কাউন্সিল পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪৪৩

Reporter Name 156 View
Update : Thursday, December 26, 2019

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন বিতরণ করেছে ৪৪৩টি, এর মধ্যে মেয়র পদে ৩, কাউন্সিলর পুরুষ ৩৫৯, নারী (সংরক্ষিত আসনে) ৮১ জন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়।

বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তরে মেয়র পদে ড. আসাদুজ্জামান রিপন ও তাবিদ আউয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উত্তরে মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছেন ১৫৯ পুরুষ এবং ৩১ নারী ।

এদিকে দক্ষিণে দুই দিনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ২৫০টি। এর মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫০টি এবং মেয়র প্রার্থী হিসেবে একমাত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু প্রমূখ নেতৃবৃন্দ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর