August 6, 2025, 1:08 am

উত্তরে আতিক ও তাবিথের মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name 391 View
Update : Thursday, January 2, 2020

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়াম লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। তবে জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গেল ৩১ ডিসেম্বর ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ৪৬৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও ১৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৮৯ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর