August 22, 2025, 1:35 am

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ নিহত ৮

Reporter Name 158 View
Update : Thursday, January 2, 2020

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল সেন ই মিং’সহ ৮ সেনা সদস্য নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল। হেলিকপ্টারে ছিলেন জেনারেল সেন ই মিং এবং সেনাবাহিনীর আরও ১২ জন কর্মকর্তা।

উড্ডয়নের ২৮ মিনিট পর তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের কাছাকাছি একটি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সকাল ৮টা ২২ মিনিটের পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচ থেকে নিহতদের মৃতদেহগুলো বের করা হয়। ইতোমধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা বাড়াতে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থলে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও প্রায় ৮০ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর