August 3, 2025, 9:54 pm

১৪ বছরে ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা

Reporter Name 149 View
Update : Thursday, January 2, 2020

বিনোদন ডেস্ক:
বছর শেষে পার্টিতে মেতে উঠেছিলেন সেলেব্রিটিরা। আর সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রী। এরই মধ্যে একটু অন্য ধরনের ছবি শেয়ার করলেন সুস্মিতা সেন। বছর শেষে রোহমানকে আদর আর ভালোবাসায় ভরিয়ে তুললেন।

আর শুধু আদর আর ভালোবাসাই নেই, সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ারও করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। যেখান রোহমানকে বাবুস বলে সম্মোধন করতে দেখা যাচ্ছে৷ শুধু সুস্মিতা নন, রোহমান নিজেও তাদের সোশ্যাল মিডিয়াতে একের পর এক সুস্মিতার সঙ্গে ভালবাসার ছবি শেয়ার করেন৷

যেখানে সুস্মিতার সঙ্গে একেবারে একান্তে সময় কাটাতে দেখা যায় রোহমানকে৷

শোনা যাচ্ছে এই বছর অর্থাৎ ২০২০ সালেই নাকি গটছড়া বাঁধতে চলেছেন নায়িকা৷ সুস্মিতার ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, রোহমান নাকি অভিনেত্রীকে বিয়ের জন্য প্রোপোজ করেছেন মাসখানেক আগেই৷

জানা গিয়েছে, সুস্মিতার দুই মেয়ে আলিশা এবং রেনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে রোহমানের৷ আজকাল প্রায়ই এয়ারপোর্ট, রেস্টুরেন্টে একসঙ্গে দেখা যায় তাদের৷ তবে সুস্মিতার থেকে ১৪ বছর ছোট রোহমান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর