October 28, 2025, 9:53 pm

চট্টগ্রাম ও সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Reporter Name 150 View
Update : Friday, January 3, 2020

চট্টগ্রামে হত্যা মামলার আসামি এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার ভোরে সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসনে (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সদর উপজেলার দামারপোতা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

নিহত এমদাদ বয়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে। তিনি হত্যা মামলার এজহারনামীয় ৫ নম্বর আসামি।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল বলেন, মাঝিরঘোনা এলাকায় আসামি এমদাদকে গ্রেফতার করত গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর