August 28, 2025, 7:14 am

ধর্ষণের অভিযোগে মিরপুর থানার এসআই গ্রেফতার

Reporter Name 156 View
Update : Friday, January 3, 2020

প্রেমের সম্পর্কের পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তরুণীকে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক তরুণীর দায়ের করা মামলায় (নং-২) শেরে বাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কের মধ্যে এসআই বাপ্পি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। সে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আগারগাঁও এলাকার একটি বাসায় ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক আবারও ধর্ষণ করে।

অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পি মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর