August 7, 2025, 12:54 am

রাজধানীতে রাতভর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

Reporter Name 146 View
Update : Friday, January 3, 2020

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রাতভর বিশেষ অভিযানে ৪৯ মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জন মাদককারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত এসব মাদক কারবারিদের কাছ থেকে ৫৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৪ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা, ৫০২ বোতল ফেন্সিডিল ও ৪২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর