September 12, 2025, 12:43 am

আরেকটি যুদ্ধ সামলানো সম্ভব নয়: গুতেরেস

Reporter Name 158 View
Update : Saturday, January 4, 2020

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার জের ধরে উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে, তিনি সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানাননি।

গুতেরাস শুক্রবার এক বক্তব্যে আরো বলেছেন, বিশ্ববাসীর পক্ষে পারস্য উপসাগরে আরেকটি যুদ্ধ সহ্য করা সম্ভব নয়।

শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।

ইরাকের মাটিতে দেশটির সরকারের অনুমতি ছাড়া চালানো ওই অবৈধ হামলার নিন্দা করা থেকে বিরত থাকেন জাতিসংঘ মহাসচিব। তিনি শুধু বলেন, ইরান ও আমেরিকাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। ইরান ঘোষণা করেছে, তারা কুদস বাহিনীর কামান্ডারের হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর