August 7, 2025, 12:56 am

সন্ত্রাসীর ভ‌য়ে ১৫ দিন পালিয়ে বেড়াচ্ছেন মু‌ক্তি‌যোদ্ধা

Reporter Name 165 View
Update : Thursday, January 30, 2020

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বপরিবারে অনশন করছে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম খান। সোমবার ২৭ জানুয়ারি থেকে তিনি এই অনশন করছেন।

বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অনশন করা অবস্থায় ব্রে‌কিং‌নিউজ‌কে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আমার এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল খালেক কয়েক বছর যাবত আমার ১৫ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। একইসঙ্গে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘গত ১১ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে জোরপূর্বক আমার বাড়ি ভাঙচুর করে। সেই রাতেই আমাকে প্রধান আসামি করে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদেরসহ কিছু অপরিচিত লোককে আসামি করে মিথ্যা ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলা দায়ের করেন। বর্তমানে ১৫ দিন যাবত আমি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে অনশনে অথচ আমার বসায় ২৮ জানুয়ারি রাতে আমার গ্রামের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আমি সন্দেহ করছি আগুনটি ওই ব্যক্তি নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি দাবি জানিয়ে বলেন, আমি একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হয়েও এমন মিথ্যা মামলা মাথায় নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি চাই আমার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং আমার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ায় যে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম খানের বাড়ি ঝালকাঠি জেলার পিপলিতা গ্রামে। তার গেজেট নং-৪০১, মুক্তিবার্তা- ০৬০২০১০৩২৬।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর