বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের প্রতি জাপার শ্রদ্ধা
						বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি পুস্পস্তবক অর্পণ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নিয়ে শহীদ সেনা অফিসারদের পূন্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান নিহত সেনা কর্মকর্তাদের কবরের কাছে নিরবে কিছু সময় অতিবাহিত করেন। পরে দোয়া মুনাজাতে শহীদ সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শহীদদের সন্তান ও আত্মীয় স্বজনের জন্যও দোয়া করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা- হাসিবুল ইসলাম জয়, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সদস্য জরিুল ইসলাম জহির।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										