August 31, 2025, 12:29 pm

নওগাঁর নিয়ামতপুরে ঢাকা থেকে আসা ব্যক্তির নমুনা সংগ্রহ

Reporter Name 202 View
Update : Tuesday, April 7, 2020

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ঢাকা থেকে আসা এক সন্দেহজনক ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর মেডিকেল টিম। সমবার বেলা ১১ টার সময় পুরো গ্রাম লকডাউন ঘোষোনা করেছে উপজেলা প্রসাশন। সন্দেহজনক ব্যক্তি হলেন উপজেলার হাজিনগর বাঐচন্ডি গ্রামের মৃত মুসা মাষ্টারের ছেলে ইকবাল হোসেন। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন জানান, ঐ ব্যক্তি রবিবারে ঢাকা থেকে তার নিজ বাড়ীতে আসেন।

সে ঢাকার যে এলাকায় থাকতো সেই এলাকায় করোনা ভাইরাস সংক্রমিত এলাকা। তাই আমাদের সতর্কতার অংশ হিসাবে আমরা মেডিকেল টিম পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করি। নমুনার রির্পোট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।তাঁকে গ্রামের একটি আলাদা বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঢাকা থেকে আসায় গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা একটি মেডিক্যাল টিম পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। সাথে রির্পোট না আসা পর্যন্ত পুরো গ্রামকে লক ডাউন করা হয়েছে। সেখানে সার্বক্ষনিক পুলিশ এবং গ্রাম পুলিশ দিয়ে গ্রামটিকে পাহারা দেওয়া হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর