August 28, 2025, 9:14 am

দোকান কর্মচারীদের বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবি

Reporter Name 152 View
Update : Friday, April 10, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
শুধু মাত্র ছুটি নয়, এর পাশাপাশি দোকান কর্মচারীদের বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন নামক একটি সংগঠন।

বৃহস্পতিবার জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি আলী মোল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

তারা বলেন, সরকার ঘোষিত ছুটিতে সকল দোকান, মার্কেট বন্ধ রাখা হয়েছে। কিন্তু দেশের ৬০ লাখ দোকান কর্মচারীদের বেতনের কথা কেউ বলছেন না। অনেক জায়গাতেই দোকান কর্মচারীদের মার্চ মাসের বেতন এখনও দেয়া হয়নি। যে কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। তাই ছুটি ঘোষণার পাশাপাশি দোকান কর্মচারীদের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করুণ। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও তাদের বেতন পরিশোধ করে এ অবস্থায় তাদের পরিবার নিয়ে খেয়ে পড়ে জীবনযাপন করার ব্যবস্থা করে দিন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর