করোনা মোকাবেলায় রেমোন্ড ভ্যানের সহায়তা

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মহামারি মোকাবেলায় জাতীয় স্বাস্থ্য বিভাগকে ১৫ হাজার পাউন্ড সহায়তা করেছেন নেদারল্যান্ডসের সাবেক ডার্ট খেলোয়াড় রেমোন্ড ভ্যান।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের আতঙ্কে স্থবির ক্রীড়াঙ্গন। তবে এমন কঠিন পরিস্থিতি বিবেচনায় ঘরে বসেই চ্যারিটি ম্যাচ খেলছে ডার্ট খেলোয়াড়রা।
এদিকে করোনায় ইউরোপ জুড়ে লকডাউন বিরাজ করছে। তারপরও নেদারল্যান্ডসের হেগ থেকে রেমোন্ড ভ্যান আর ইংল্যান্ডের ট্রেন্টে নিজের বাড়ি থেকে স্টোক ডার্ট খেলায় মেতে ওঠেন। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দারুণ জয় পায় নেদারল্যান্ডসের সাবেক ডার্ট খেলোয়াড় রেমোন্ড ভ্যান।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর