পরপারে মোটর রেসিং কিংবদন্তি স্টার্লিং মোস

স্পোর্টস ডেস্ক: চলে গেলেন ব্রিটিশ মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস। দীর্ঘদিন অসুস্থ থাকা এই তারকার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। তাকে ফরমুলো ওয়ানের সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয়। যদিও তিনি তার ক্যারিয়ারে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেননি।
এর আগে ২০১৮ সালের জানুয়ারি থেকেই অবশ্য শারীরিক সমস্যার কারণে জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছিলেন মোস।
মোস ১৯৫১ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত এফওয়ান প্রতিযোগিতায় ৬৬বার লড়ে ১৬বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি প্রথম ব্রিটিশ চালক হিসেবে ১৯৫৫ সালে অ্যাইনট্রিতে হোম গ্র্যান্ড প্রিক্স জেতেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর