August 7, 2025, 12:53 am

সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীতে অভিযানে নেমেছে র‍্যাব

Reporter Name 156 View
Update : Sunday, April 12, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু তারপরও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। মানুষকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছে না। কোনও কারণ ছাড়াই এখনও অনেকেই রাস্তায় বের হচ্ছেন। এসব মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবার রাজধানীতে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

তিনি বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিকে কিছু মানুষ সরকারের নির্দেশনা মানছে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং কারণ ছাড়া যারা গাড়ি নিয়ে বের হয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে যারা রাস্তায় ঘুরতে বের হয়েছেন তাদেরকে জরিমানা করা হবে।’

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশ সন্ধ্যা ৬টার পর বাসাবাড়ির বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

আদেশে ছুটিকালীন নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনাবলির মধ্যে আছে-

১) করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
২) অতীব জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ করা হলো।
৩) সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য কারলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৪) এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
৫) বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত তিন-চার দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে এই কদিনে আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হননি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর