August 21, 2025, 7:00 pm

২৪ ঘণ্টায় ঢাকায় ৬৬১ জনের নমুনা সংগ্রহ, সারা দেশে ১২৫১

Reporter Name 207 View
Update : Sunday, April 12, 2020

স্টাফ করেসপন্ডেন্ট: গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৬১ জন ও ঢাকার বাইরে ৪৯০ জনসহ মোট ১ হাজার ২৫১ জনের কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. সানিয়া তাহমিনা।

রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৬১ জন ও ঢাকার বাইরে ৪৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের সেম্পল কালেকশন করতে পেরেছে, যেটা গতকালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।’

ডা. সানিয়া বলেন, ‘আমাদের হাতে এখন ৪ লক্ষ ৪৮ হাজার ৪৪২টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) মজুদ আছে। এখন পর্যন্ত ৬ লক্ষ ৯৯ হাজার ৩৯৪টি বিতরণ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা ১ লক্ষ ২ হাজার ৫৫০টি পিপিই বিতরণ করেছি। গত ২৪ ঘণ্টায় আমাদের পিপিই সংগ্রহ বেড়েছে ৮৭ হাজার ২২০টি।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে মোট কোয়ারেন্টাইনে আছে ২০ হাজার ৫২৫ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯ হাজার ১১১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪১৪ জন।’

স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘ঢাকায় ১ হাজার ৫৫০টি আইসোলেশন শয্যা আছে। এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে আছে ৬ হাজার ১৪৩টি। মোট আইসোলেশন শয্যা আছে ৭ হাজার ৬৯৩টি। আইসিইউ আগের সংখ্যাতেই আছে, ১১২টি এবং ডায়ালইসিস ইউনিট ৪০টি। এই সংখ্যাটি শুধুমাত্র ডেডিকেটেড কোভিড-১০ রোগীদের জন্য আলাদা করা আছে।’

এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬২১ জন হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর