August 6, 2025, 4:19 am

ফখরুলের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

Reporter Name 252 View
Update : Thursday, April 16, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, আগামীকাল শুক্রবার বেলা ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কারযালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন করার কথা ছিলো তার সময় পরিবর্তন হয়েছে। দুপুর ১২টার পরিবর্তে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে শায়রুল জানান, সম সাময়িক বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

এদিকে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তনের বিষয় বিএনপির কেন্দ্রীয় দফতর থেকেও জানানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর