রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বঙ্গভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশের চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ৪১তম আইজিপি হিসেবে ড. বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। আইজিপি হিসেবে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ছিলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর