October 7, 2025, 8:25 pm

চলছে ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন বর্ষবরণ-১৪২৭

Reporter Name 163 View
Update : Friday, April 17, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে বাঙালি যখন কার্যত লকডাউন পালন করছে তখন রমনা বটমূল, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বাহারি শাড়ি-পাঞ্জাবী, আলপনা এসব কিছুই সম্ভব হচ্ছে না; ঠিক তখনই অভিনব পন্থায় বর্ষবরণের আয়োজন করেছে সু-পরিচিত গহনা প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড।

গৃহবন্দি মানুষজনকে অনলাইন প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে ও করোনা মোকাবেলায় ফান্ড গঠনে এবারে থাকছে তাদের বিশেষ আয়োজন ”ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন বর্ষবরণ-১৪২৭”।

এই আয়োজনে থাকছে সকল হীরার গহনায় ৩৫ শতাংশ ছাড়, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারই প্রথম। এছাড়াও ক্রেতাগণ চাইলে নিজের পছন্দের গহনাটি বুকিংও দিতে পারবেন। আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে। পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। বর্ষবরণে এই আয়োজনটি শেষ হবে ২৫ এপ্রিল রাত ১১.৫৯ মিনিটে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর