August 28, 2025, 9:16 am

টিসিএ’র সদস্যদের খাদ্য দিলো পারটেক্স গ্রুপ

Reporter Name 159 View
Update : Friday, April 17, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
পারটেক্স গ্রুপের পক্ষ থেকে টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সদস্যদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) বাংলামোটরস্থ টিসিএ কার্যালয়ে পারটেক্স গ্রুপের হেড অব পাবলিক রিলেশন অফিসার রাশেদ চৌধুরী খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

এসময় রাশেদ চৌধুরী বলেন, ‘পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও তার পরিবারের পক্ষ থেকে চলমান সংকট মোকাবেলায় টিসিএর সদস্যদের জন্য এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষতেও এ সহায়তা অব্যাহত থাকবে। এ পর্যন্ত ১২ হাজার পরিবারকে বিভিন্ন মাধ্যমে সহায়তা দেয়া হয়েছে’।

তবে টিসিএ’র ১০০ সদস্যের জন্য আজকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। টিসিএ সদস্যদের মধ্যে যাদের চাকরি নেই এবং যাদের বেতনে অনিয়ম এই সব সাংবাদিকদের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএ সভাপতি শেখ মাহবুব আলম, সহ-সভাপতি মোস্তাক জাহিদ, প্রচার সম্পাদক মো. আকছানুর রশিদ খান, সহ-প্রচার সম্পাদক রিয়ান মিঠুনসহ টিসিএর অন্যান্য সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর