August 21, 2025, 6:58 pm

১০০ চিকিৎসক-৫৭ নার্স আক্রান্ত, ডাক্তারই অবশিষ্ট না থাকার শঙ্কা

Reporter Name 166 View
Update : Saturday, April 18, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কবলে ১০০ চিকিৎসক ও ৫৭ নার্স- এমনটা দাবি করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। ফলে দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শঙ্কায় পড়তে পারে।

আক্রান্ত বেশিরভাগ চিকিৎসক ঢাকার জানিয়ে সংগঠনের প্রধান প্রশাসক নিরুপম দাস বলেন, ‘উদ্বেগজনক ব্যাপার হচ্ছে সংক্রমিত ডাক্তারের সংখ্যা ১০০ তে পৌঁছে গেছে। যদি এই সংখ্যা এভাবেই বাড়তে থাকে তাহলে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারই আর অবশিষ্ট থাকবেন না।’

স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ হিসেবে চিকিৎসকরা নিম্নমানের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামকে (পিপিই) দায়ী করছেন।

গত বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক মারা যান।

এদিকে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি বলছে, সারা দেশে কমপক্ষে ৫৭ জন নার্স কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন এবং ২৭০ জন কোয়ারেন্টিনে রয়েছেন। সংক্রমিত নার্সদের মধ্যে ৩১ জন সরকারি হাসপাতালের এবং ২৬ জন বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর