October 28, 2025, 11:44 am

ঈশ্বরদীতে গোরস্থানের সামনে থেকে মরদেহ উদ্ধার

Reporter Name 145 View
Update : Sunday, April 19, 2020

পাবনা :
পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামের গোরস্থানের সামনে থেকে আজ রবিবার ভোরে দিরাজ প্রামাণিক (৪৫) নামের এক ব্যক্তির মরদহে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা, নিহত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সে দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে গোয়াল বাথান গ্রামের একটি গোরস্তানের সামনে দিনাজ প্রামাণিকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিক সুরতহালে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর