আত্রাইয়ে মৌমাছির কামড়ে ৫ জন আহত

আত্রাই (নওগাঁ) | ঢাকা২৪ডটনেট: নওগাঁ আত্রাইয়ে মৌমাছির কামড়ে ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলা সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের সাইদুরের বাড়ির সামনে মধু সংগ্রহের জন্য মৌমাছির একটি বাসা (চাক) ভাঙতে যায় মধুগুড়নই গ্রামের জনৈক ব্যক্তি। সে বাসা ভাঙতে গেলে মৌমাছি ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনদের কামড়াতে শুরু করে।
এ সময় মৌমাছির কামড়ে আহত হন সরদারপাড়া গ্রামের সফুরা (৫৮), সাইদুর রহমান (৪৫), শারমিন আক্তার শান্তা (৪০) ও নান্টুর ছেলে রাফি (৯)। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর