August 6, 2025, 8:22 am

ডিএমপি’কে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি

Reporter Name 152 View
Update : Saturday, April 25, 2020

স্টাফ করেসপন্ডেন্ট | ঢাকা২৪ডটনেট:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে সুরক্ষা সামগ্রী দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে সকল ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনঃ ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর