প্রাণঘাতি করোনা মহামারীতে উত্তরায় সাংবাদিকদের পাশে যুব-মহিলা লীগ

তুরাগ প্রতিনিধি,
প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস মহামারীতে উত্তরায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের পাশে দাড়িয়েছেন ৫১নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আবেদা আক্তার এবং ঢাকা মহানগর উত্তর যুব-মহিলা লীগের সহ-সভাপতি শিমু নূর।
এসময় তারা ২৫ জন সাংবাদিকদের উপহার সামগ্রী দেন। সাংবাদিকদের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন ঢাকা উত্তর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাসেল খান।
আবেদা আক্তার সাংবাদিকদের জানান, বর্তমান ভয়াবহ করোনা মহামারীতে কিছু মানুষ অসহায় এবং সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করছে প্রতিনিয়ত। আমরাও প্রতিনিয়ত কর্মহীন এবং লকডাউনে বাড়ীতে বসে থাকা মানুষদেও সহায়তা কওে আসছি। বর্তমানে তথাকথিত দলের সুবিধা ভোগী নেতা-নেত্রীরা পালিয়ে রয়েছে তারা কোন সহায়তা করছে না। যুব মহিলা লীগের কর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এ সময় জনগণের পাশে থাকবে ভবিষ্যতে তারাই যেনো দলে মূল্যায়িত হয়।