September 14, 2025, 10:16 am

সূলভ মূল্যে ঘরে ঘরে বাজার পৌঁছে দিবে নরসিংদী জেলা পুলিশ

Reporter Name 133 View
Update : Tuesday, April 28, 2020

নিজস্ব প্রতিবেদক | ঢাকা২৪ডটনেট:
এই সংকটে নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় সূলভ মূল্যে ঘরের বাজার এর কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার(২৮ এপ্রিল) থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবন, চিনি, আলু, পিয়াজ, বেগুন, ইত্যাদি সূলভ মূ্ল্যে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার),পিপিএম।
তিনি আরো জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারগুলোতে মানুষের ভিড় কমাতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হচ্ছে।
এছাড়াও কৃষকরা যাহাতে সবজির ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে কৃষকের নিকট হতে সবজি ক্রয় করা হচ্ছে। লকডাউন চলাকালীন জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর