কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত

কক্সবাজার | ঢাকা২৪ডটনেট:
কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা এলাকায় জেলা ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামের এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় এঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর