August 28, 2025, 1:48 pm

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনায় আক্রান্ত

Reporter Name 195 View
Update : Wednesday, April 29, 2020

নিজস্ব প্রতিবেদক | ঢাকা২৪ডটনেট:
আসামিদের হাসপাতালে আনা নেয়া করতেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এমন ১০ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে একাধিকবার পরীক্ষা করা হলে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আক্রান্তরা বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তরা সবাই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা কেউ করোনায় আক্রান্ত হয়নি বলেও ওই সূত্রটি নিশ্চিত করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর